Kumortuli Puja Preparation: চলছে পুজোর প্রস্তুতি, বৃষ্টির জেরে প্লাস্টিকে ঢাকল কুমোরটুলি! ক্যামেরাবন্দি দৃশ্য - কুমোরটুলি
🎬 Watch Now: Feature Video
পুজো আসছে, বাকি প্রায় আড়াই মাস। হাতে খুব যে বেশি সময় রয়েছে এমনটা নয় ৷ আর দুর্গাপুজো এবং কুমোরটুলি যেন একে অপরের পরিপূরক। এখানে বছরের পর বছর ধরে শিল্পীরা ঠাকুর বানিয়ে যাচ্ছেন। কুমোরটুলিতে এমনই অনেকে আছেন যারা সারাজীবন ঠাকুর বানিয়ে জীবিকা নির্বাহ করেন। মাসের পর মাস ধরে তিলে তিলে শিল্পীরা গড়ে তোলেন দেবী দুর্গার প্রতিমা। এই মুহূর্তে তাই চূড়ান্ত প্রস্তুতি চলছে কুমারটুলিতে। কিন্তু বর্ষার মরশুমে কুমোরটুলির কী পরিস্থিতি, তা ক্যামেরাবন্দি করল ইটিভি ভারত ৷
বৃষ্টিতে প্লাস্টিকের ত্রিপলে চাপা পড়েছে পুরো কুমোরটুলি। পুরো বিশ্বের কাছেই মাটির স্থাপত্য ভাস্কর্যে শিল্পশৈলীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু উত্তর কলকাতার গঙ্গাপাড়ের কুমোরটুলি। তবে দিনের বদল হলেও বর্ষার দিনে বদলাইনি কুমোরটুলির জলছবি। কখনও ঝমঝমিয়ে কখনও আবার টিপটাপ টুপুর টাপুর। বৃ্ষ্টি এলে কাদা প্যাচপ্যাচে রাস্তা, জলে গলে গিয়েছে প্রতিমা, বাঁশ কাঠের স্টুডিও তৈরি হওয়া অর্ধেক প্রতিমা-সহ পুরো স্টুডিয়ো চাপা পড়েছে প্লাস্টিকের ত্রিপলে। শিল্পীদের ভোগান্তির কোনও বিরাম নেই। পরিবর্তন এসেছে তবে উন্নয়ন বা পরিবর্তনের ছাপ পড়েনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পটুয়াপাড়ায়। তাই বর্ষায় দুর্ভোগ সঙ্গে নিয়েই প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কাটায় কুমোরটুলি।