দুর্গাপুর উৎসবে জনজোয়ার, অষ্টম দিনে মঞ্চ মাতালেন মোনালি ঠাকুর
🎬 Watch Now: Feature Video
Monali Thakur in Durgapur: দুর্গাপুর উৎসবের অষ্টম দিনে কার্যত জলপ্লাবন ৷ মোনালি ঠাকুরের অনুষ্ঠান দেখতে দুর্গাপুরের রাজীব গান্ধি স্মৃতি মেলা ময়দানে ভিড় জমালেন আট থেকে আশি । বিরাট মাঠজুড়ে দেখা গেল শুধুই মানুষ আর মানুষ । স্বমহিমায় মঞ্চ মাতালেন মোনালি ঠাকুর । এই চরম ভিড়ে অনেকে অসুস্থ হলেন, অনেকে আবার নাচে গানে মেতে উঠলেন । মোবাইলের আলো জ্বালিয়ে এই জনপ্রিয় গায়িকার সঙ্গে তালে তালে নাচতে দেখা গেল আবাল-বৃদ্ধ- বনিতাদের । উৎসবের অষ্টম দিন অর্থাৎ সোমবার ভিড় সামলাতে হিমসিম খেতে দেখা গেল দুর্গাপুর থানার পুলিশকে । ভিড় নিয়ন্ত্রণ করতে নামানো হল ব়্যাফও ৷
শীতকাল মানেই জেলায় জেলায় বিভিন্ন উৎসবের মরশুম ৷ 3 ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুর্গাপুর উৎসব ৷ চলবে 17 ডিসেম্বর পর্যন্ত ৷ এই 2 সপ্তাহ প্রতিদিন বেলা 3টে থেকে চলবে রাত 10টা পর্যন্ত ৷ থাকছে রকমারি দোকানের পসরা, খাবার দোকান ৷ সঙ্গে সন্ধেবেলায় থাকছে নামী-দামি শিল্পীদের অনুষ্ঠান ৷ এই প্রথমবার এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে শুরু হয় দুর্গাপুর উৎসব ৷ দুর্গাপুর ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রথম রাজীব গান্ধি স্মারক ময়দানে এই উৎসবের আয়োজন করা হয়েছে ৷