Miscreants Vandalise Lenin Statue: নকশাল আন্দোলনের গড়ে লেনিনের মূর্তি ভাঙল সন্ত্রাসবাদীরা - লেনিনের মূর্তি ভাঙল সন্ত্রাসবাদীরা
🎬 Watch Now: Feature Video
এক সময়কার নকশাল আন্দোলনের গড়ে ভাঙা হল লেনিনের মূর্তি (Miscreants Vandalise statue of Lenin in Naxalbari) । বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকে । নকশালবাড়ি থেকেই সূচনা হয়েছিল নকশাল আন্দোলনের । যা এখন শুধুই স্মৃতি । নকশালবাড়িতে সেই স্মৃতিতেই তৈরি করা হয়েছিল নকশাল আন্দোলনের নেতাদের আবক্ষ মূর্তি । বিগত শতাব্দীর ছয়ের দশকে নকশালবাড়ি কৃষক অভ্যুত্থানে সমগ্র ভারত আন্দোলিত হয়েছিল । সামন্তবাদ, সাম্রাজ্যবাদ, বিকৃত পুঁজিবাদ থেকে শোষণমুক্তির মহাকাব্য নির্মাণের মাধ্যমে এই কৃষক আন্দোলনের ঐতিহাসিকতা সারা বিশ্বে আজও গুরুত্বের সঙ্গে আলোচিত হয় । বেঙ্গাইজোত প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পরবর্তীতে নির্মিত শহিদ স্মারক ও মূর্তিগুলি স্থাপন করা হয় । জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা দেখতে পায় লেনিনের মূর্তি ভাঙা অবস্থায় পরে রয়েছে । এরপরই তারা খবর দেয় পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নকশালবাড়ি থানার পুলিশ । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই বিষয়ে স্থানীয় সিপিআইএমএল নেতা পূর্ণ সিংহ অভিযোগ করেন, এর আগেও একাধিকবার লেনিনের মূর্তি ভাঙা হয়েছে । কিন্তু পুলিশ কোনও তদন্ত করেনি ৷ সন্ত্রাসবাদীরা বারবার এই ধরণের কাজ করছে বলে তাঁর দাবি ।