ঝলমলে আলো, আতশবাজি আর প্রদীপের শিখায় বাজা কদমতলা ঘাট যেন একটুকরো বেনারস, দেখুন ভিডিয়ো
🎬 Watch Now: Feature Video
Dev Dipawali: পরিকল্পনামাফিকই হল দেব দীপাবলির উদ্বোধন। ঝলমলে আলো, আতশবাজি সঙ্গে হাজার হাজার প্রদীপের শিখায় নৈসর্গিক সৌন্দর্যের সাক্ষী থাকল রবিবার সন্ধ্যায় বাজা কদমতলা ঘাট। নাচ, গান, গঙ্গা আরতি মনোমুগ্ধকর পরিবেশ যেন কলকাতার বুকে এক টুকরো বেনারসের ঘাট। আর এই আবহেই চলল কেন্দ্র ও কেন্দ্রীয় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের পালা। এই মঞ্চেই বিজেপির ভোট রাজনীতির অভিযোগের জবাব দিলেন মেয়র, মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আনলেন অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
এ দিন অনুষ্ঠান মঞ্চ থেকেই বিজেপির উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, "এই অনুষ্ঠান নিয়ে বিরোধীরা বলছে হিন্দু ভোট পেতে এটা করা। আমরা হিন্দি, উর্দু, তেলেগু কোনও ভোট পেতে এসব করি না। কারণ সারাবছর আমরা মানুষের পাশে থাকি। সারা বছর তাঁদের সেবা করি। মানুষ আমাদের কাছে মনে করেন বলেই তিন বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার এনেছেন। আমরা ভোট ভেবে কিছু করি না। তোমরা কর ভোট ভোট ৷ আমরা করি মানুষের সেবা। সারা বছর পড়ি তাই ফার্স্ট হই। তোমরা পরীক্ষার আগে লাফাও তাই চিরকাল লাস্ট হবে।"
এদিকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "বারাণসীর সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই ঘাটের জন্য সেখানে কেন্দ্র 3 হাজার কোটি দিয়েছে। কলকাতা গঙ্গার ঘাটের জন্য এক টাকাও দেননি। তাই রাজ্যকেই করতে হচ্ছে।"