বিশাখাপত্তনমে পুড়ে খাক 40টি নৌকা, আগুনের গ্রাসে 30 কোটির সম্পত্তি - 40টি নৌকা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/20-11-2023/640-480-20066186-thumbnail-16x9-ddd.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Nov 20, 2023, 10:14 AM IST
Massive Fire in Visakhapatnam: বিশাখাপত্তনমে ভয়াবহ আগুন লাগল রবিবার রাতে ৷ পুড়ে ছাই প্রায় 40টি মাছ ধরার নৌকা ৷ আনুমানিক 25 থেকে 30 কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি মৎসজীবীদের। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার জেরে দায়ের করা হয়েছে অভিযোগ। শুরু হয়েছে তদন্ত ৷ রাতভর আগুন নিয়ন্ত্রণের কাজ চালায় বিশাল দমকল বাহিনী। বন্দরের আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে।
গোটা ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রবিবার রাতে এই বন্দরে নোঙর করানো একটি নৌকায় পার্টি চলছিল। সেখানেই প্রথম আগুন লাগে। পরে পাশে নোঙর করা বাকি নৌকাগুলিতেও নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন লেগে নৌকার জ্বালানি ট্যাংক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণও হয়। এদিকে, স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশের সন্দেহ, অপিরিচত ব্যক্তিরা পরিকল্পিতভাবে নৌকায় আগুন দিয়েছে। এ ঘটনায় বিপুল পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন নৌকার মালিকরা ৷ গোটা ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।