Manoj Tiwary: ভাষণে বেফাঁস মনোজ তিওয়ারি, চাইলেন ক্ষমা - হাওড়া
🎬 Watch Now: Feature Video
দলের সহকর্মীদের উজ্জীবিত করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ৷ তিনি আসলে বলতে চেয়েছিলেন, বিজেপির সামনে তৃণমূল মাথানত করবে না ৷ আর সেটা বলতে গিয়েই একটি বিখ্যাত দক্ষিণী ছবির ততোধিক জনপ্রিয় ডায়লগ ধার করেন মনোজ ৷ সেই ডায়লগে একটি এমন শব্দ রয়েছে, যা অসংসদীয় হিসাবে গণ্য করা হয় ৷ কিন্তু, মুখ ফসকে সেটাই বলে বসেন বিধায়ক ৷ পরে অবশ্য নিজের এই মন্তব্য জন্য ক্ষমা চেয়ে নেন তৃণমূলের এই তরুণ তুর্কী ৷ ঘটনাটি ঘটে হাওড়া ময়দানে আয়োজিত একটি পথসভায় ৷
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST