Mamata Banerjee in Jalpaiguri: 'আমি তোমাদেরই লোক', জলপাইগুড়ি সফরে গিয়ে দোকানে চা বানিয়ে পরিবেশন মমতার - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 26, 2023, 5:42 PM IST

সাধারণের সঙ্গে মিশে যাওয়ার এক সহজাত প্রবণতা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ জেলায় প্রশাসনিক বৈঠক বা দলীয় কর্মসূচিতে গিয়ে 'আমি তোমাদেরই লোক' আপ্তবাক্য মেনে হামেশাই কখনও চায়ের দোকানে বা কখনও চপের দোকানে ঢুকে পড়তে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে ৷ এমনকী দোকানে গিয়ে চা-ও বানাতে দেখা গিয়েছে মমতাকে ৷ এবারও তার ব্যতিক্রম হলো না ৷ পঞ্চায়েত ভোটের প্রচারে বর্তমানে উত্তরবঙ্গ সফরে আছেন মুখ্যমন্ত্রী ৷ সোমবার কোচবিহারে প্রচার সেরে জলপাইগুড়ির চালসায় গিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে একপ্রস্থ বৈঠকের পরই স্থানীয় মানুষদের সঙ্গে মিশে যান মুখ্যমন্ত্রী। সেখান স্থানীয় একটি চায়ের দোকানে ঢুকে চা বানাতেও শুরু করেন তিনি। শুধু তাই নয়, নিজের হাতে তৈরি চা নিজেই পরিবেশন করেন মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রীর মানুষের মধ্যে মিশে যাওয়ার ঘটনায় উচ্ছ্বসিত ডুয়ার্সের মেটেলি ব্লকের মানুষ। এদিন কোচবিহার সফর শেষ করে ডুয়ার্সে আসেন তৃণমূল সুপ্রিমো। চালসা এলাকার বিপর্যয় নিয়ে বৈঠকও করেন তিনি। বৈঠক থেকে বেরিয়ে তিনি হাঁটতে শুরু করেন এবং হঠাৎই রাস্তার পাশে একটি চা, মোমোর দোকানে ঢুকে পড়েন আচমকা। আর যার জেরে ফের একবার মমতার মানবিক এবং স্বাভাবিক জনসংযোগের ধারণা ফুটে উঠল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.