Mamata Banerjee: সড়ক ছেড়ে আচমকা লঞ্চে, ইছামতী উজিয়ে টাকি থেকে খাঁপুরে মমতা - খাঁপুর বৈদ্যপাড়া
🎬 Watch Now: Feature Video
মঙ্গলবার হিঙ্গলগঞ্জে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে মেজাজ হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বুধবার সেই তাঁকেই দেখা গেল অন্য মুডে ৷ প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) সেরে হঠাৎই লঞ্চে চড়ে ইছামতীর বুকে ঘুরে বেড়ালেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এদিন টাকি (Taki) থেকে লঞ্চে ওঠেন মমতা ৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রীতি গোয়েল-সহ অন্য আধিকারিকরা ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিল প্রচুর পরিমাণে শীতবস্ত্র, চকোলেট, টেডি বেয়ার ৷ লঞ্চেই টাকি থেকে পাড় হাসনাবাদের খাঁপুর বৈদ্যপাড়ায় (Khanpur Baidyapara) পৌঁছন তিনি ৷ মাঝে এলাকার একটি স্কুলে বাচ্চাদের মধ্যে চকোলেট ও টেডি বেয়ার বিলি করেন মুখ্যমন্ত্রী ৷ প্রত্যন্ত এই গ্রামীণ এলাকায় কোনওকালেই কোনও নেতা বা মন্ত্রী আসেননি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ৷ সেখানে খোদ মুখ্যমন্ত্রীকে নাগালে পেয়ে আপ্লুত গ্রামবাসী ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলারও সুযোগ পান তাঁরা ৷ এদিন লঞ্চে প্রায় 1 ঘণ্টা 45 মিনিটের সফর করেন মমতা ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST