Mamata at Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরেও মা-মাটি-মানুষ গোত্রে পুজো মুখ্যমন্ত্রীর - ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
🎬 Watch Now: Feature Video
বুধবার পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ পুজো দিয়ে বেরিয়ে তিনি জানালেন যে দেশবাসী, বাংলার মানুষ ও ওড়িশার বাসিন্দাদের মঙ্গল কামনায় তিনি পুজো দিয়েছেন ৷ এখানেও তিনি মা, মাটি, মানুষ গোত্রে পুজো দিয়েছেন বলে জানিয়েছেন ৷ তাঁকে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জগন্নাথের মূর্তি, ছবি ও বহুমূল্য ধ্বজ উপহার হিসেবে দেওয়া হয়েছে ৷ মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী সকলের মঙ্গল কামনায় 14 হাতের একটি ধ্বজ দিয়ে পুজোও দেন ৷ প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কলকাতা থেকে পুরীর উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী ৷ এদিন পুরীর মন্দিরে (Puri Jagannath Temple) পুজো দেওয়ার আগে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউজের জন্য জমি (Land for Bengal Govt Guest House at Puri) দেখতেও যান মুখ্যমন্ত্রী ৷ ওড়িশা সরকার সেই জমির ব্যবস্থা করে দিচ্ছে৷ জমি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ওড়িশা সরকারের তরফে দেওয়া জমি তাঁর পছন্দ হয়েছে ৷ ওই জমিতেই তিনি চান পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউজ তৈরি করা হোক ৷ আগামিকাল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Odisha CM Naveen Patnaik) সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷