Mamata Banerjee Plays Dhamsa: আদিবাসী ঢঙে পরলেন শাড়ি, ধামসা বাজিয়ে ঝাড়গ্রামে আদিবাসী দিবস উদযাপন মমতার - আদিবাসী ঢঙে পরলেন শাড়ি
🎬 Watch Now: Feature Video
আদিবাসীদের সঙ্গে বাজালেন ধামসা ৷ রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা আদিবাসীদের মতো করে তাঁকে পরিয়ে দিলেন পাঞ্চি শাড়ি ৷ এরপর সেই ঢঙে শাড়ি পরেই তিনি পা মেলালেন আদিবাসী নৃত্যের তালে ৷ বুধবার এভাবেই বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আদিবাসী মহিলাদের হাতে হাত রেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে নাচের তালে পা মেলালেন বীরবাহা হাঁসদাও ।
আজ বিশ্ব আদিবাসী দিবস ৷ পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি। সেই উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ৷ মঞ্চে উঠে মহাত্মা গান্ধি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডঃ বিআর আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ এবং সিধু, কানু ও বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান করেন তিনি। তারপরেই ধামসা বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের সূচনা করেন । মঞ্চ থেকে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেন তিনি।
মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী । রাত্রিযাপন করেছিলেন ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সে । আজ অনুষ্ঠান শেষে ট্যুরিস্ট কমপ্লেক্সের রাত্রিযাপন করে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল তাঁর । কিন্তু বিশেষ কারণবশত বুধবারই কলকাতায় ফিরে যেতে হয় মুখ্যমন্ত্রীকে । এ দিন 12টা 35 মিনিট নাগাদ মঞ্চে উঠেন মুখ্যমন্ত্রী । প্রায় এক ঘণ্টা বক্তব্য রাখেন তিনি । নিজের বক্তব্যের মধ্য দিয়ে জঙ্গলমহলে উন্নয়ন তুলে ধরেন মমতা ৷ এর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যপালকে একহাত নেন তিনি ।