Malda Bus Service Disruption: গরমে দীর্ঘক্ষণ অপেক্ষারত নিত্যযাত্রী, 60 শতাংশ বাসই কলকাতার পথে - একুশে জুলাই
🎬 Watch Now: Feature Video
বৃহস্পতিবার তৃণমূলের শহিদ দিবস ৷ এই উপলক্ষ্যে ধর্মতলায় বিশাল সমাবেশের আয়োজন করেছে বাংলার শাসক শিবির ৷ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতার দিকে রওনা দিয়েছেন ৷ আর তাই প্রায় 90 শতাংশ বেসরকারি বাস তুলে নেওয়া হয়েছে বলে খবর ৷ কাজেই জেলায় জেলায় বাসের অভাব ৷ তাছাড়া উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ায় অস্বস্তিকর গরম পড়েছে ৷ একদিকে বাস কম অন্যদিকে তীব্র গরম-সব মিলিয়ে অস্বস্তিকর পরিস্থিতি ৷ সবমিলিয়ে বাসের অপেক্ষায় দীর্ঘ লাইন চোখে পড়ল মালদার বিভিন্ন বাসস্ট্য়ান্ডে ((Malda Daily Passengers face transport problem over 21 July TMC rally) ৷ তাঁদের কেউ স্কুলে যাবেন, কেউ অফিসে ৷ জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শহিদ দিবসে যোগ দিতে জেলা থেকে 60টি বাস কলকাতায় গিয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST