Durga Puja 2023: দুর্গাপুজো কার্নিভালে মাতোয়ারা মালদা, কলরবে মুখরিত রাজপথ
🎬 Watch Now: Feature Video
দুপুর থেকেই শহরের অভিমুখ সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড়ে ৷ 12 নম্বর জাতীয় সড়ক মানুষের কলরবে মুখরিত ৷ হবে নাই বা কেন ! কথা ছিল, বিকেল তিনটে থেকে শুরু হবে দুর্গাপুজোর কার্নিভাল ৷ তার আনন্দে ঘুচে যাবে দশমীর বিদায় বিষাদ ৷ মূল অনুষ্ঠান শুরু হল পাক্কা চার ঘণ্টা পরে ৷ অদ্ভুত বিষয়, অনুষ্ঠান শুরু হতে এত দেরি হলেও কারও বিন্দুমাত্র ক্ষোভ নেই ৷ জাতীয় সড়কের একটি লেনে তৈরি হয়েছে কার্নিভালের মঞ্চ ৷ কে নেই সেখানে! দুই মন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে প্রশাসন, পুলিশের উঁচু থেকে নীচু স্তরের সমস্ত কর্তা ৷ রয়েছেন সমস্ত রাজনৈতিক দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতা-নেত্রীরাও ৷ আলপনায় সেজে ওঠা জাতীয় সড়ক আজ অনুষ্ঠানের বড় মঞ্চ ৷ যে মঞ্চে নিজেদের মেলে ধরছেন সঙ্গীত, নৃত্য, এমনকী বাদ্যশিল্পীরাও ৷ গম্ভীরা-সহ একাধিক লোকশিল্প যেমন সেখানে উঠে আসছে, তেমনই খুদেদের যোগাসনের প্রতিভাকে কুর্ণিশ জানাচ্ছেন উপস্থিত সবাই ৷ জেলার বাছাই করা 25টি পুজো কমিটির প্রতিমা আজ কার্নিভালে অংশ নেবে ৷ এখনও পর্যন্ত মাত্র দু’টি প্রতিমা মঞ্চের সামনে দিয়ে গিয়েছে ৷ যা পরিস্থিতি, তাতে কার্নিভাল শেষ হতে যে রাত কাবার হয়ে যাবে তাতে কারও কোনও সন্দেহ নেই ৷ তবে আজকের কার্নিভালে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুলিশ ৷ লাখো মানুষের ভিড়ে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই ৷ দেড় কিলোমিটার রাস্তার দু’ধারে অসংখ্য সিসিটিভির ক্যামেরা ৷ উড়ছে ড্রোন ক্যামেরাও ৷ একই সঙ্গে ভাসছে মানুষের পুজো উচ্ছ্বাস ৷