Ankush-Oindrila Love Marriage: নববর্ষে অঙ্কুশ- ঐন্দ্রিলার 'লাভ ম্যারেজ', সকলকে নিমন্ত্রণ হবু দম্পতির - অঙ্কুশ ঐন্দ্রিলার লাভ ম্যারেজ
🎬 Watch Now: Feature Video
নতুন বছরে প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত বাংলা ছবি 'লাভ ম্যারেজ' বড় পর্দায় মুক্তি পেতে চলেছে । অঙ্কুশ এবং ঐন্দ্রিলার রিয়েল লাইফ জুটি এখানেও যে ম্যাজিকের মতো কাজ করবে তা নিয়ে আশাবাদী পরিচালক ও ছবির টিম । অঙ্কুশ এবং ঐন্দ্রিলার কেমেস্ট্রির পাশাপাশি এই ছবিতে সমান গুরুত্ব পেয়েছে অপরাজিতা আঢ্য এবং রঞ্জিত মল্লিকের কেমেস্ট্রিও । যাঁদের মধ্যে গভীর প্রেমের বন্ধন তৈরি হতে দেখা যাবে । ছবির গল্প নিয়ে এর থেকে বেশি কিছু বলতে চাননি পরিচালক প্রেমেন্দু ৷ ছবিতে অঙ্কুশের ঠাকুমার চরিত্রে অভিনয় করেছেন সোহাগ সেন । মামার চরিত্রে দেখা যাবে দেবনাথ চট্টোপাধ্যায়কে । এই ছবির শুটিং হয়েছিল কোভিডের সময়েই । দীর্ঘ অপেক্ষার পর এবার মুক্তি পেতে চলেছে 'লাভ ম্যারেজ' । কিন্তু অঙ্কুশ-ঐন্দ্রিলার রিয়েল লাইফের লাভ ম্যারেজ হবে কবে ? এই বিষয়ে ঐন্দ্রিলা বলেন, "হবে তো বটেই । রীতিমতো ঢাক ঢোল পিটিয়েই হবে । আপাতত 14 এপ্রিল সবাই পর্দায় আমাদের 'লাভ ম্যারেজ'টা দেখে নিক ।" প্রসঙ্গত, ছবির ট্রেলার লঞ্চের পর থেকে মজার ছলে প্রোমোশনের একাধিক ভিডিয়ো ঘুরেছে সোশাল মাধ্যমে। যা দেখে ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার 'লাভ ম্যারেজ' । এবার বক্স অফিসে এই জুটি কতটা সাফল্য পায়, সেটাই এখন দেখার ।