Locket Slams Anubrata: 'অনুব্রত'র এবার তিহার জেল যাওয়া পাকা', দাবি লকেটের - লকেট চট্টোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17895696-thumbnail-4x3-dgr.jpg)
খুনের মামলায় প্রভাবশালী তকমা দিয়ে অনুব্রত মণ্ডলকে বাংলায় আটকে রাখতে পারল না তৃণমূল ৷ দুর্গাপুরের গোপালমাঠ থেকে বৃহস্পতিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের তীব্র জবাব দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee Criticised Anubrata Mondal) ৷ তদন্তের গতি আনতে অনুব্রত মণ্ডলকে সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নিয়ে যাওয়ার জন্য আসানসোলের বিশেষ আদালতে আবেদন করেছিল ইডি। সেই ইডির আবেদন মঞ্জুর করল আসানসোলের বিশেষ আদালত। অনুব্রত মণ্ডলকে শুক্রবার দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে বলেও ইডি সূত্রে খবর। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন 'কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে কেন, পঞ্চায়েত ভোট আসবে বলে?'
এরই জবাবে লকেট জানান, পঞ্চায়েত ভোটের জন্য, লোকসভা ভোটের জন্য, অনুব্রত মণ্ডলকে প্রভাবশালীর তকমা দিয়ে আসানসোলের জেলে আটকে রেখেছিল। সেটাই অনুব্রত মণ্ডলের মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে। ভেবেছিল পঞ্চায়েত এবং লোকসভা ভোটে বোম, গুলি, খুন করবে জেল থেকে ফোনের মাধ্যমে। সেসব হাতছাড়া হয়ে গেল। তিহার জেলে অনুব্রতর জন্য সবাই অপেক্ষা করে রয়েছেন। তিহার জেলে স্বাগত জানানো হবে। অন্যদিকে, পাহাড়ের তিন রাজ্য মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডে গেরুয়া শিবিরের অভূতপূর্ব সাফল্যের জন্য লকেট চট্টোপাধ্যায় জানান, পাহাড়ে নরেন্দ্র মোদি তাঁর প্রধানমন্ত্রীত্ব কালে 50 বার গিয়েছেন। এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রী পাহাড়ের এই রাজ্যগুলির দিকে ফিরেও তাকাননি। সেখানকার রাস্তাঘাট থেকে শুরু করে, পানীয় জল, পাহাড়ের আদিবাসী অধ্যুষিত জনজাতির ঘরবাড়ি তৈরি সমস্ত উন্নয়ন করেছে বিজেপি সরকার। তাই এই জয় মোদীর নেতৃত্বে উন্নয়নের জয়, এই জয় পাহাড়ের মানুষের জয়।