Mayapur ISCKON Temple: আবির্ভাব দিবসে মহাপ্রভুর অভিষেক, মায়াপুর ইসকন মন্দিরে লক্ষাধিক ভক্ত সমাগম

🎬 Watch Now: Feature Video

thumbnail

আজ চৈতন্য মহাপ্রভুর 537তম আবির্ভাব দিবস । সেই উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে মোট চারটি মঞ্চে দেশি এবং বিদেশি লক্ষাধিক ভক্তের সমন্বয়ে প্রভুর মূর্তিতে জল ও পুষ্পাঞ্জলি দিয়ে অভিষেক ঘটানো হল মহাপ্রভুর ৷ এদিন সকাল থেকেই ইসকন মন্দিরে চলে নানাবিধ কর্মসূচি । সেই কারণেই ইসকন কর্তৃপক্ষ এবং মায়াপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে করা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে । এদিন সারাদিন বিভিন্ন অনুষ্ঠান চলে মায়াপুর ইসকন মন্দিরে (Mayapur ISCKON)। এরপর চারটি মঞ্চ থেকে মহাপ্রভুর অভিষেক অনুষ্ঠান শুরু হয় । এই বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর 537তম আবির্ভাব উপলক্ষে চারটি খোলা মঞ্চ করে অভিষেক অনুষ্ঠান কর্মসূচি হয় । জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে লক্ষাধিক ভক্ত এই অভিষেক অনুষ্ঠানে সমবেত হয়েছেন । এই অভিষেক কর্মসূচিতে পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বরণ করা হয় এবং সকল দেশবাসীর মঙ্গল কামনায় ভক্তরা প্রভুর শরণাপন্ন হন । এদিনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং উজ্জ্বল বিশ্বাস । এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.