Durga Puja 2023: কুলপিতে দিল্লির লালকেল্লা, রইল চোখ ধাঁধানো মণ্ডপের ঝলক - Durga Puja mandap modeled

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 10:36 PM IST

মোঘল রাজত্ব থেকে ব্রিটিশ ঔপনিবেশিক সামাজ্যের নানা স্মৃতি বিজড়িত শহর নয়াদিল্লি । এখানের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার একটি রেড ফোর্ট বা লালকেল্লা । রাজধানী শহরে অবস্থিত এই লালকেল্লাকে ঘিরে আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য । এই কেল্লা এবং তার সঙ্গে জড়িয়ে থাকা নানা গল্প আজও ঐতিহাসিকদের অবাক করে দেয় । সেই লালকেল্লার আদলে পূজা মণ্ডপ তৈরি করে তাক লাগিয়ে দিল দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের চকদুলালপুর অরুণোদয় সংঘ । এবছর 18তম বর্ষে পদার্পণ করেছে অরুনোদয় সংঘ । ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা থেকে মানুষজন এই দিল্লির লালকেল্লা দেখতে অরুণোদায় সংঘের মাঠে ভিড় জমিয়েছেন । কুলপি অরুণোদয় সংঘের সম্পাদক বোনকুমার হালদার বলেন, ‘‘এবছরের কুলপি অরুণোদয় সংঘ 18তম বর্ষে পদার্পণ করেছে । এবছর আমাদের সঙ্গে বিশেষ ভাবনা দিল্লির লালকেল্লা । ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এই পূজা মন্ডপ দর্শন করতে আসছে । পুজো মণ্ডপে ভিড় উপচে পড়েছে ৷’’ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.