Koushani Mukherjee: বাংলায় একজনই দুর্গা, আর পদ্মফুল তার পায়েই শোভা পায়: কৌশানি - cooch behar tmc
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গার সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী কৌশানী মুখোপাধ্যায়(Koushani Mukherjee)। সোমবার সন্ধ্যায় কোচবিহারের সিতাই ব্লকে তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে কৌশানি জানান, পশ্চিম বাংলায় একজনই দুর্গা(Koushani Mukherjee on bijaya sammilani in cooch behar )। যিনি সমস্ত শত্রুকে একের পর এক দমন করে চলেছেন । পদ্মকে যেমন শুধু মরশুমে দেখা যায় তেমনি ইলেকশন এলেই পদ্মের লোকেদের দেখা যায় । তাই পদ্মকে সরিয়ে 2024 সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার আহ্বান জানান কৌশানি ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST