Puja Carnival: রাত পোহালেই পুজো কার্নিভাল, প্রস্তুতি তুঙ্গে রেড রোডে - Puja Carnival in red road
🎬 Watch Now: Feature Video
রাত পোহালেই পুজো কার্নিভাল । আর তাই রেড রোডে প্রস্তুতি তুঙ্গে (Puja Carnival) ৷ শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় পুজো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। আগামিকাল শনিবার কলকাতায় মূল কার্নিভাল অনুষ্ঠিত হবে। 99 টি পুজো কমিটিকে এই কার্নিভালে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। পুজো কমিটিগুলির তরফে বিভিন্ন ট্যাবলো প্রদর্শনের পাশাপাশি সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ৷ সম্পূর্ণ বিষয়টিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত এক সপ্তাহ বেশি সময় ধরে রেড রোডে প্রস্তুতিপর্ব চলছে।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST