Yellow Taxi: ‘ট্যাক্সিইইই’... নয়া অ্যাপের দৌলতে আর শোনা যাবে না তিলোত্তমার এই পরিচিত ডাক - হলুদ অ্যাম্বাসাডর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 16, 2023, 7:38 PM IST

Updated : Aug 16, 2023, 11:01 PM IST

ট্যাক্সিইইই... স্বাধীনতার বছরখানেক পরেই তিলোত্তমার বুকে আঁচড় কাটা শুরু করেছিল ট্যাক্সি, হলুদ অ্যাম্বাসাডর ৷ সময়ের সঙ্গে সঙ্গে সেই সুখের ক্ষত ক্রমশ গভীর হয়েছে, শহরবাসীর জিয়া নস্টালের পারদ চড়িয়েছে হলুদ ট্যাক্সি ৷ সেই নস্টালজিয়াতেই এবার পড়ছে আধুনিকতার পারদ ৷ এবার হলুদ ট্যাক্সি আর মিটারে চলবে না ৷ কারণ, রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে ট্যাক্সিকে অ্যাপের আওতায় নিয়ে আসা হচ্ছে । অর্থাৎ, হলুদ ট্যাক্সি এবার অ্যাপ ক্যাব । 

রাজ্য সরকারের 'যাত্রী সাথী' অ্যাপে ইতিমধ্যেই প্রায় 1000টি হলুদ ট্যাক্সি পরিষেবা দেওয়া শুরু করেছে । এরপর ধাপে ধাপে বাকি ট্যাক্সিগুলিকেও আনা হবে এই অ্যাপের আওতায় । ফলে রাস্তায় আর শোনা যাবে না ট্যাক্সি থামানোর জন্য যাত্রীদের সেই পরিচিত ডাক, ট্যাক্সিইইই... রঙ না-বদলালেও হলুদ ট্যাক্সি বদলে যাচ্ছে অ্যাপ ক্যাবে ৷ আবেগ নয়, তিলোত্তমার সাধের হলুদ ট্যাক্সিতে পড়ছে ব্যবসায়ীক মোড়ক ৷ রাজপথে যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে তাঁরা এই 'ফিউশন'কে কীভাবে দেখছেন। 

Last Updated : Aug 16, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.