Madhyamik 2023: রাত পোহালেই মাধ্যমিক, পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় প্রস্তুত কলকাতা-বিধাননগর প্রশাসন

🎬 Watch Now: Feature Video

thumbnail

আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ৷ নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের কোনওরকম অসুবিধা না-হয় তাই কলকাতা পৌরনিগম ও বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে (Kolkata and Bidhannagar Administration is ready for Madhyamik Exam 2023)৷ এমনকী পরীক্ষা চলাকালীন অভিভাবকরা যাতে বিশ্রাম নিতে পারেন তার জন্যও ব্যবস্থা রয়েছে ৷ মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা । কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা সবিস্তারে ব্যাখা করেন তাঁরা ৷

এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমরা পুরোপুরিভাবে তৈরি । পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরিবহণ দফতরও বেশি বাস দিচ্ছে ৷ স্কুল সংলগ্ন ক্লাব ও সংগঠনগুলোকে বলেছি অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা করতে ৷ আমরা পার্ক গুলো খুলে দেব যাতে অভিভাবকরা সেখানে অপেক্ষা করতে পারেন ৷ সবমিলিয়ে আমরা প্রস্তুত ৷ আমাদের বাচ্চারা পরীক্ষা দেবে, জীবনে এগিয়ে যাবে তার জন্য যা দরকার আমরা করব ।"বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র ও সেখানে ছাত্রছাত্রীদের সংখ্যা কত হবে তা চিহ্নিত করা হয়েছে । রাস্তায় যাতে কোনও যানজট না-হয় সেদিকে খেয়াল রাখবে ট্রাফিক পুলিশ ৷ পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । বেশ কিছু জায়গায় সহায়তা কেন্দ্র ও অ্যাসিস্ট্যান্ট ডেক্স করা হবে । পরীক্ষার্থীদের যদি কোনও সেন্টার খুঁজে বের করতে অসুবিধা হয় বা রাস্তায় যদি কোনও অসুবিধা হয় সেক্ষেত্রে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.