thumbnail

By

Published : May 6, 2023, 7:25 PM IST

ETV Bharat / Videos

Artists Stand With Amartya Sen: প্রতীচীর সামনে দুই নোবেলজয়ীর ছবি এঁকে প্রতিবাদ শিল্পী যোগেন-শুভাপ্রসন্নের

শান্তিনিকেতনে অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়ির কাছে ধরনা মঞ্চে দুই নোবেলজয়ী রবীন্দ্রনাথ ও অমর্ত্য সেনের ছবি এঁকে প্রতিবাদ করলেন শিল্পী যোগেন চৌধুরী ও শুভাপ্রসন্ন ভট্টাচার্য। সেই ছবি ক্যামেরাবন্দি করলেন পরিচালক গৌতম ঘোষ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারির প্রতিবাদে শনিবার সকাল থেকেই শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়ির কাছে মঞ্চ করে চলছে বুদ্ধিজীবী ও বিশিষ্টজনদের ধরনা-অবস্থান। বাউল শিল্পী ও আদিবাসী নৃত্য শিল্পীরাও অংশ নেন এই প্রতিবাদে ৷ এই প্রতিবাদে সামিল হয়েছেন বিভিন্ন বিদ্বজ্জন । পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য, যোগেন চৌধুরী, সমাজকর্মী প্রসূন ভৌমিক প্রমুখ অংশ নেন ও বক্তব্য রাখেন এদিনের ধরনা মঞ্চে ৷ এদিন বিকেলে ওই ধরনা মঞ্চে দুই নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও 'ভারতরত্ন' অমর্ত্য সেনের ছবি এঁকে প্রতিবাদ করা হয় ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকেন শিল্পী যোগেন চৌধুরী ও অমর্ত্য সেনের ছবি আঁকেন শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য। প্রসঙ্গত, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'অমর্ত্য' নামকরণ করেছিলেন ৷ অমর্ত্য সেনের দাদামশাই পণ্ডিত ক্ষিতিমোহন সেন বিশ্বভারতীর গঠনে গুরুদেবের সঙ্গী ছিলেন ৷ অমর্ত্য সেনের মা অমিতা সেন গুরুদেবের ছাত্রী ছিলেন । তাই অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদের হুঁশিয়ারির অর্থ রবীন্দ্রনাথ ঠাকুরকেই অবমাননা, এমনটাই মনে করছেন এই দুই প্রখ্যাত চিত্র শিল্পী ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.