Jobseekers Protest: চপ ভেজে চাকরি প্রার্থীদের অভিনব প্রতিবাদ ধর্মতলায় - Mamata Banerjee
🎬 Watch Now: Feature Video
সকালে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বিক্ষোভের (Jobseekers Protest) পর এ বার গ্রুপ ডি ওয়েটিং-এ বঞ্চিত চাকরি প্রার্থীরা চপ ভেজে প্রতিবাদ দেখালেন শহরে । আজ ধর্মতলায় চপ ভেজে তাঁরা অভিনব ভাবে বিক্ষোভ দেখান । দ্রুত নিয়োগের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থানে বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা । দেখতে দেখতে আজ তাঁদের আন্দোলন 91 দিনে পা দিল । এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হল না । তাই তাঁরা জানিয়েছেন যে, চাকরি না পেয়ে তাঁরা আর্থিকভাবে ব্যাপক সমস্যায় রয়েছেন । এক বিক্ষোভকারী বিজন বিশ্বাস বলেন, "আজকের এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে দিদি, আজকে আপনি যোগ্য প্রার্থীদের রাস্তায় চপ বিক্রি করার পর্যায়ে নিয়ে এসেছেন আর অযোগ্যদের আপনি আপনার দফতরে বসিয়েছেন পরিষেবা দিতে । এটা আপনি ঠিক করেননি । আমাদের ন্যায্য হকের চাকরি আমাদের ফিরিয়ে দিন । আমাদের চাকরি চুরি হয়েছে রাতের অন্ধকারে । পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দিলেন যাঁরা, তাঁদের আপনি আমার দফতরে চাকরি দিয়েছেন । আমরা খবর নিয়ে দেখেছি সেটা । ওগুলো কাদের চাকরি ? ওগুলো আমাদের চাকরি ।"
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST