Theft in Durgapur: নবমীতে বাড়ি ফাঁকা রেখে প্রতিমা দর্শন! লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা - চুরি
🎬 Watch Now: Feature Video
Published : Oct 24, 2023, 3:05 PM IST
বাড়ির মূল দরজার তালা ভাঙা, আলমারি খোলা, বিছানায় পড়ে আছে সোনার গয়নার ফাঁকা বাক্স । নবমীতে বাড়ি ফাঁকা রেখে প্রতিমা দর্শন করতে বেরিয়েছিল পরিবারের সকলে ৷ সেই সুযোগে বাড়ির সমস্ত কিছু নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার সরপি গ্রামে ৷ নবমীর রাতে আনন্দ করতে বেরিয়ে সাউ পরিবারে নেমে এল বিষাদের সুর! ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তালা ভেঙে চুরি বেশ কয়েক লক্ষ টাকার সোনার গয়না ।
পরিবারের সদস্য প্রদীপ সাউ দাবি করেন, 3 লক্ষ টাকার সোনার গয়না, মোবাইল এবং নগদ 3 হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । ঘটনায় খবর দেওয়া হয়েছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশকে । পুজোর শেষ লগ্নে দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক দানা বেঁধেছে । পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব কুমার গৌতম জানান, বাড়ি ফাঁকা ছিল । সেই সুযোগে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে । তাঁরা সমস্ত কিছু খতিয়ে দেখছেন । তদন্ত শুরু হয়েছে । দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে বলে তিনি প্রতিশ্রুতি দেন ।