Jamai Sasthi Sweets: জামাই আদরে স্পেশাল মিষ্টি, পাতে থাক রসগোল্লা চাট থেকে স্ট্রবেরি পায়েস - special sweet in burdwan

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 25, 2023, 4:58 PM IST

জামাইষষ্ঠী মানেই জামাইদের দিন । সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েন শাশুড়ি মায়েরা । ফুলকো ফুলকো লুচি থেকে ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, কচি পাঁঠার ঝোল, জামাই আদরে কোনও রকম খামতি রাখেন না শাশুড়ি মায়েরা । বাদ থাকে না থালি থালি মিষ্টিতেও । আর এবার মিষ্টিতেও চলে এসেছে নতুন ট্রেন্ড । রসগোল্লা চাট, স্ট্রবেরি মালাই, ফুড মালাই থেকে শুরু করে চকলেট মালাই, স্ট্রবেরি পায়েস, সরের পাতুরি কোনটা ছেড়ে কোনটা নেবেন, ভেবে ঠিক করা মুশকিল । আর হবে নাই বা কেন ! বর্ধমানের বিভিন্ন মিষ্টির দোকানের এটাই তো স্পেশালিটি । বৃহস্পতিবার জামাইষষ্ঠীতে জামাই আদরের জন্য ক্রেতাদের উপচে ভিড় ছিল চোখে পড়ার মতো । তালিকা থেকে বাদ নেই জামাইরাও । শ্বশুরবাড়িতে সেরার সেরা মিষ্টি নিয়ে যেতে হামলে পড়েছেন তাঁরাও । দামের দিক থেকে কুছ পরোয়া নেহি ! দশ-বারো টাকার মিষ্টি যেমন আছে তেমনি পঞ্চাশ, ষাট, সত্তর টাকার মিষ্টিও দেদার বিক্রি হয়েছে এই দিন । তবে, চলতি মরশুমে যে সব নতুন মিষ্টিতে মেয়ে-জামাইদের মন মজেছে তার মধ্যে রসগোল্লা চাটের দাম 25 টাকা, স্ট্রবেরি মালাই 50 টাকা, ফুড মালাই 50 টাকা, চকলেট মালাই 50 টাকা, স্ট্রবেরি পায়েস 30 টাকা, সরের পাতুরি 60 টাকা।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.