Jamai Sasthi Sweets: জামাই আদরে স্পেশাল মিষ্টি, পাতে থাক রসগোল্লা চাট থেকে স্ট্রবেরি পায়েস - special sweet in burdwan
🎬 Watch Now: Feature Video
জামাইষষ্ঠী মানেই জামাইদের দিন । সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েন শাশুড়ি মায়েরা । ফুলকো ফুলকো লুচি থেকে ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, কচি পাঁঠার ঝোল, জামাই আদরে কোনও রকম খামতি রাখেন না শাশুড়ি মায়েরা । বাদ থাকে না থালি থালি মিষ্টিতেও । আর এবার মিষ্টিতেও চলে এসেছে নতুন ট্রেন্ড । রসগোল্লা চাট, স্ট্রবেরি মালাই, ফুড মালাই থেকে শুরু করে চকলেট মালাই, স্ট্রবেরি পায়েস, সরের পাতুরি কোনটা ছেড়ে কোনটা নেবেন, ভেবে ঠিক করা মুশকিল । আর হবে নাই বা কেন ! বর্ধমানের বিভিন্ন মিষ্টির দোকানের এটাই তো স্পেশালিটি । বৃহস্পতিবার জামাইষষ্ঠীতে জামাই আদরের জন্য ক্রেতাদের উপচে ভিড় ছিল চোখে পড়ার মতো । তালিকা থেকে বাদ নেই জামাইরাও । শ্বশুরবাড়িতে সেরার সেরা মিষ্টি নিয়ে যেতে হামলে পড়েছেন তাঁরাও । দামের দিক থেকে কুছ পরোয়া নেহি ! দশ-বারো টাকার মিষ্টি যেমন আছে তেমনি পঞ্চাশ, ষাট, সত্তর টাকার মিষ্টিও দেদার বিক্রি হয়েছে এই দিন । তবে, চলতি মরশুমে যে সব নতুন মিষ্টিতে মেয়ে-জামাইদের মন মজেছে তার মধ্যে রসগোল্লা চাটের দাম 25 টাকা, স্ট্রবেরি মালাই 50 টাকা, ফুড মালাই 50 টাকা, চকলেট মালাই 50 টাকা, স্ট্রবেরি পায়েস 30 টাকা, সরের পাতুরি 60 টাকা।