Jagannath Snana Yatra: জগন্নাথ দেবের স্নানযাত্রার মাধ্যমে রথযাত্রার সূচনা পৈলানে - Jagannath Snana Yatra
🎬 Watch Now: Feature Video
বিভিন্ন জায়গার মতো দক্ষিণ 24 পরগনাতেও প্রথা মেনে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা ৷ বিষ্ণুপুরের পৈলান এলাকার মানসী বাসস্ট্যান্ডে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয় রবিবার ৷ ওড়িশার মতো এরাজ্যেও সমারোহে পালিত হচ্ছে রথাযাত্রা ৷ 2008 সাল থেকে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এই এলাকায় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল ৷
এদিন ওড়িশার ট্রেন দুর্ঘটনার কথা উল্লেখ করে জানান, গত দু'দিন আগে বালেশ্বরে যে মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের পাশে আছে তৃণমূল সরকার ৷ তিনি আরও বলেন, "এটা জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল ৷ এরপর জগন্নাথ দেবের পূজা অনুষ্ঠিত হবে ৷ জগন্নাথ দেব যেন আমাদের আশীর্বাদ করেন যাতে দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যেতে পারেন।" পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ৷
একটা সময় এই গ্রামে কোনও রথ ছিল না ৷ স্থানীয় বাসিন্দারা এলাকার সমাজসেবী পীযূষ নস্করের সঙ্গে যোগাযোগ করেন ৷ তাঁকে একটি রথের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান ৷ সেই মতো রথের ব্যবস্থা হলে, তারপর থেকেই পালিত হয় রথযাত্রা ৷ প্রভু জগন্নাথ দেবের সঙ্গে সুভদ্রা এবং বলরাম বিগ্রহ স্থাপন করা হয় নিত্য সেবা ও পুজো করা হয় ৷