Bijoya Dashami 2023: মা দুর্গার বিদায়ের দিনই জগদ্ধাত্রীর কাঠামো পুজো চন্দননগরে - bijoya dashami 2023

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 8:02 PM IST

দশমীতে চারিদিকে বিদায়ের সুর ৷ উমা চলেছেন শ্বশুরবাড়ির পথে ৷ তবে মা দুর্গার বিদায়ের সঙ্গে সঙ্গেই আহ্বান আরেক দেবীর  । দশমীর দিনই মা জগদ্ধাত্রীর কাঠামো পুজো হয়ে গেল চন্দননগরের বেশকিছু জায়গায় ৷ দীর্ঘদিন ধরে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর এই প্রথা প্রচলিত । চন্দননগরের বেশিরভাগ জগদ্ধাত্রী পুজো কমিটিগুলি দেবী দুর্গার বিদায়ের দিনই মা জগদ্ধাত্রীর কাঠামো পুজো করে থাকেন ৷ মঙ্গলবার একদিকে চন্দননগরের দুর্গাপুজোগুলিতে বিসর্জনের বাজনা বাজছে । চলছে সিঁদুর খেলা ৷ অন্যদিকে জগদ্ধাত্রীর কাঠামো পুজোয় মেতেছে সকলে । উদ্যোক্তাদের মধ্যে কিছুটা বিষাদ থাকলে জগদ্ধাত্রীর আগমনে ব্যস্ততা বেড়ে গিয়েছে দ্বিগুন ।  

অন্যান্য বছরের মতো ভদ্রেশ্বর তেঁতুলতলা ও বড়বাজারে সকাল থেকেই কাঠামো পুজো করেন উদ্যোক্তারা । এ বছর তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো 231 বছর ও বড়বাজারের  61 বছরে পদার্পণ করল । কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয় । দুর্গাপুজোর এক মাস পরে হয় জগদ্ধাত্রী পুজো । এ দিন কাঠামো পুজোর সময় প্রচুর ভক্ত উপস্থিত হয়ে অঞ্জলি দেয় তেঁতুলতলায় । তাই এখন এক মা চলে গেলেও আর এক মায়ের আসার অপেক্ষায় দিন গুনছে আপামোর চন্দননগরবাসী । আর চন্দননগর মানেই আলোর ঝলকানিতে সেজে উঠবে গোটা শহর ।  আলো ও শোভাযাত্রা দেখতে সেসময় দেশ বিদেশে থেকে বহু মানুষ উপস্থিত হবেন এখানে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.