Mission Gaganyaan: মিশন গগনযানের পরীক্ষামূলর উৎক্ষেপণ সফল, শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
🎬 Watch Now: Feature Video
আজ তিন বারের পর পরীক্ষামূলক উৎক্ষেপণ হল গগনযানের টেস্ট ভেহিকলের ৷ মহাকাশে মহাকাশচারী পাঠানোর প্রস্তুতিতেই এই পরীক্ষা ৷ শনিবার সকাল 10টা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আকাশে উড়ল টেস্ট ভেহিকল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরোর এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, "মিশন গগনযানের মাধ্যমে মহাকাশে যাবে ভারতের প্রথম মহাকাশচারী ৷ ভারতের এই প্রজেক্টকে এক ধাপ এগিয়ে দিল এই পরীক্ষামূলক উৎক্ষেপণ ৷ ইসরোর বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা জানাই ৷"
ইসরোর পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, আজ সকাল 8টা নাগাদ পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে টিভি-ডি1 ৷ পরে নির্ধারিত সময়ের আগেই মহাকাশ গবেষণা সংস্থা জানায়, 8.30 মিনিটে এই উৎক্ষেপণ হবে ৷ এই সময়ে উৎক্ষেপণের সময় ইঞ্জিনে কিছু গোলোযোগ ধরা পড়ে ৷ স্থগিত হয়ে যায় উৎক্ষেপণ ৷ তবে ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ জানান, খুব শীঘ্রই গগনযান উৎক্ষেপণ করা হবে ৷ সকাল 10টা নাগাদ ফের উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হয় এবং তা সফল হয় ৷ পরে টিভি-ডি1 বঙ্গোপসাগরে এসে পড়ে ৷