ICC World Cup 2023: প্রোটিয়াদের উড়িয়ে টিম ইন্ডিয়ার গন্তব্য বেঙ্গালুরু, বিমানবন্দেরে রোহিতদের দেখতে মানুষের ঢল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 6:27 PM IST

রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করেছে ভারতীয় দল ৷ এবার তাঁদের গন্তব্য বেঙ্গালুরু ৷ সেখানে আগামী 12 নভেম্বর লিগের শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ৷ সোমবার সকালেই অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, শুভমন গিলদের নিয়ে বিমানবন্দরে টিম বাস পৌঁছে যায় ৷ একে একে সকল ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা বাস থেকে বেরিয়ে ভিভিআইপি গেট দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেন ৷ আর তাঁদের দেখতে অসংখ্য অনুরাগী বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন ৷ রোহিত-শুভমনদের দেখে তাঁদের নামে জয়ধ্বনি দিতে শুরু করেন সকলে ৷ পালটা অনুরাগীদের দিকে হাতও নাড়ালেন ভারতীয় ক্রিকেটাররা ৷

বেঙ্গালুরুতে ভারতের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ এই ম্যাচে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের খেলানো হতে পারে ৷ এদিন ভারতীয় দলের পরপরই দক্ষিণ আফ্রিকা দল কলকাতা ছাড়ে ৷ তাদের পরবর্তী ও শেষ ম্যাচ আগামী 10 নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে আমেদাবাদে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.