Glass Igloo in Gulmarg: কাচে ঢাকা ক্যাফের বাইরে বরফ! কাশ্মীরের গুলমার্গে ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্তোরাঁ - গুলমার্গে
🎬 Watch Now: Feature Video
ইগলু রেস্তোরাঁ ৷ তবে চারদিক কাচ দিয়ে ঘেরা ৷ ভারত পেল প্রথম গ্লাস ইগলু রেস্তোরাঁ ৷ উত্তর কাশ্মীরের বারামুল্লার গুলমার্গে বরফের মাঝে এই রেস্তোরাঁ চালু করেছে কোলাহোই গ্রিন হাইটস হোটেল ৷ জেনারেল ম্যানেজার বলেন, "2021 সালে এই হোটেল গুলমার্গে একটি বরফের ইগলু তৈরি করেছিল ৷ যা এশিয়ার বৃহত্তম ৷ এর টানে বহু পর্যটক এখানে এসেছিলেন ৷" তিনি জানালেন, এবার ফিনল্যান্ড থেকে এই ভাবনা নিয়ে গ্লাস ইগলু তৈরি করেছে হোটেল কর্তৃপক্ষ ৷ ভূস্বর্গে চারদিকে বরফের মাঝে কাচে ঘেরা ছোট্টো ছোট্টো ক্যাফে ছড়িয়ে রয়েছে ৷ সেখান থেকে উপভোগ করা যাবে উপত্যকার ধূসর সৌন্দর্য, সঙ্গে মনপসন্দ খাবার ৷ গ্লাস ইগলুর টানে বহু পর্যটক এসেছেন ৷ এক পর্যটক জানালেন, গ্লাস ইগলুর ভিতরটা গরম রাখার ঠিকঠাক বন্দোবস্ত আছে ৷ ইগলু ক্যাফেতে ভিড়ও জমছে ৷ গ্লাস ইগলুর সঙ্গে সেলফি তোলার সুযোগ হাতছাড়া না হয়ে যায় (India's first glass igloo restaurant in Gulmarg) ৷ উপত্যকায় স্কি, গন্ডোলা রাইডের হাতছানিতে আসেন বহু পর্যটক ৷ তাঁরা এখানে এসে দুপুরের ও রাতের খাবার খেতে পারেন ৷ সেরকম ব্যবস্থা করেছে হোটেল কর্তৃপক্ষ, জানালেন জেনারেল ম্যানেজার ৷