Virat Kohli Fan: কোহলির সঙ্গেই জন্মদিন, 30 হাজারে টিকিট কিনে 'বিরাট' খেলায় ইডেনে দম্পতি - রানমেশিন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 5:16 PM IST

বিরাট কোহলির সঙ্গেই জন্মদিন তাঁর ৷ 35তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ খেলতে কলকাতায়  'রানমেশিন' ৷ তাই সেই সুযোগ হাতছাড়া করতে চাননি বীরেন্দ্র কুমার ৷ চোখের দেখা দেখতে ও বিরাটের সঙ্গে জন্মদিন ভাগ করে নিতে তাই আলিপুরদুয়ার থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে কলকাতায় হাজির হয়েছেন তিনি ৷ ইডেন গার্ডেন্সে স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রথমবার ভারতের খেলা উপভোগ করছেন বীরেন্দ্র ৷ তবে এই খেলা দেখার জন্য কম টাকা খসেনি তাঁর পকেট থেকে ৷ 1500 টাকার টিকিট কিনেছেন 15 হাজারে ৷ 30 হাজার দিয়ে তিনি কিনেছেন দুটো টিকিট ৷ তাও শুধু বিরাটকে দেখবেন বলেই সব ৷ জন্মদিনে তাঁকে একবার অভিনন্দন জানাতে চান বীরেন্দ্র কুমার ৷ তাঁর মতোই এই মহারণের সাক্ষী থাকতে পেরে আপ্লুত স্ত্রী সীতা শর্মাও ৷ 

বিরাট ভক্তের কথায়, আজ কোহলির সঙ্গে আমারও জন্মদিন ৷ তাঁর সঙ্গে জন্মদিন ভাগ করে নিতে এসেছি ৷ বিরাটকে একবার দেখতে চাই ৷ আমার স্ত্রী প্রথমবার খেলা দেখতে এসেছে ৷ তাই 30 হাজার টাকা খরচ করেও ওঁকে খেলা দেখাতে নিয়ে এসেছি ৷   

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.