Subho Noboborsho: দক্ষিণেশ্বরে মানুষের ঢল, তীব্র দাবদাহ উপেক্ষা করে মায়ের দুয়ারে ভক্তরা - দক্ষিণেশ্বর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 15, 2023, 1:01 PM IST

করোনা আতঙ্ক পিছনে ফেলে, গরমের তীব্র দাবদাহ উপেক্ষা করে ভিড় উপচে পড়ল দক্ষিণেশ্বর মন্দিরে ৷ আজ, বছরের প্রথম দিন ৷ বাঙালির আবেগে ভরা নববর্ষ ৷ এই দিনে প্রতিবছরই দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় ৷ ভক্তরা আসেন দূর-দূরান্ত থেকে ৷ মায়ের কাছে গৃহস্থের প্রার্থনা থাকে পরিবারের মঙ্গল ৷ ব্যবসায়ীরা বছরভর ভালো রোজগারের আশায় মন্দিরে আসেন হালখাতা করাতে ৷ গত দু'বছর অবশ্য ছবিটা ছিল একেবারে অন্যরকম ৷ কোভিডের আগমনে রুদ্ধ করে দিতে হয়েছিল মন্দিরের দ্বারও ৷ সেই ভয়াল সময় আমরা পার করে এসেছি ৷ তবে, এখনও নির্মূল হয়নি ভয়ঙ্কর ভাইরাস ৷ তাই মায়ের কাছে সকলের প্রার্থনা, আর যেন সেই দুঃসময় ফিরে না আসে ৷ দেবীর শরণাপন্ন হতে এদিন দমবন্ধ করা প্রখর রোদ আর সূর্যের তেজ মাথায় নিয়েই ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন ভক্তরা ৷ কেউ এসেছেন বারাসত থেকে ৷ কারও বা বাড়ি বেহালায় ৷ লম্বা লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে দেখা গেল জনপ্রতিনিধিদেরও ৷ মায়ের দরবারে যে সবাই সমান ! 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.