খোলা লেভেল ক্রসিং! ট্রেন থামিয়ে প্রহরীকে ঘুম থেকে তুললেন চালক - ট্রেন থামিয়ে প্রহরীকে ঘুম থেকে তুললেন চালক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 7:50 AM IST

Updated : Nov 24, 2023, 9:59 AM IST

Howrah Amta Local Train Stopped: ঘুমিয়ে পড়েছেন রক্ষী তাই খোলাই রয়েছে লেভেল ক্রসিং ৷ তার জেরেই হঠাৎ দাঁড়িয়ে পড়ল হাওড়া- আমতা লোকাল ট্রেন ৷ বুধবার রাতে হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়া লেভেল ক্রসিংয়ের ঘটল এমনই অবাক  করে দেওয়া ঘটনা ৷ স্থানীয় সূত্রে খবর, লেভেল ক্রসিং খোলা থাকায় চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেন। এরপর চালক নিজেই ট্রেন থেকে নেমে লেভেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির খোঁজ করেন । এখানেই শেষ নয় ৷ একটু খোঁজ করতেই যে দৃশ্য তাঁর চোখে পড়ল তাতে অবাক হওয়া ছাড়া আর করার কিছু ছিল না ৷

দেখা যায়, লেভেল ক্রশিংয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মী তাঁর কেবিনে নিশ্চিন্তে নিদ্রা গিয়েছেন। প্রথমে এই দৃশ্য দেখে কিছুটা অবাক হলেও, ট্রেন চালক ওই ব্যক্তিকে ঘুম থেকে তুলে গেট নামাতে বলে ফের নিজের ক্যাবিনে চলে যান। সামান্য কিছুক্ষণ পরই ফের যাত্রা শুরু করে হাওড়া-আমতা লোকাল। এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার বলেন, " বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করে দেখা হবে । কারও বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে ।" 

Last Updated : Nov 24, 2023, 9:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.