Patient Death: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তাল দুর্গাপুর - চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ
🎬 Watch Now: Feature Video
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতালে (Hospital alleged for Patient Death in wrong treatment)। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশের সঙ্গে দফায় দফায় হয় ধস্তাধস্তি। ক্ষতিপূরণের দাবিতে সরব বাউড়ি সমাজ । শেষে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কমব্যাট ফোর্স । গত রবিবার পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের জন্য ওই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ভরতি হন অন্ডালের শীতলপুরের বছর 35'র লক্ষ্মী বাউড়ি । তারপর থেকেই তাঁর ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । মঙ্গলবার ভুল ইনজেকশন দেওয়া হয় বলেও রোগীর পরিবার পরিজনের অভিযোগ । তারপর থেকেই আর জ্ঞান ফেরেনি লক্ষ্মীর । বৃহস্পতিবার সকালে মারা যান তিনি ৷ তারপরেই পরিবার-পরিজন এবং এলাকাবাসীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ওই বেসরকারি হাসপাতালে সরব হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST