Holi Special Recipe: মুখরোচক চিজ টোস্টে জমুক হোলির ব্রেকফাস্ট - চিজ টোস্ট রেসিপি
🎬 Watch Now: Feature Video
উৎসব মানেই জমিয়ে খাওয়া দাওয়া ৷ তাই হোলির দিন ব্রেকফাস্ট হোক অন্যদিনের চেয়ে আলাদা ৷ বাড়িতে ট্রাই করুন গরম গরম গাজর ক্যাপসিকাম চিজ টোস্ট (Carrot Capsicum Cheese Toast) ৷ যা স্বাস্থ্যের জন্যও ভালো আবার খেতে বেশ সুস্বাদু (Veg Toast Recipe)৷ কম সময়ে পাঁউরুটি দিয়ে বানানো এই খাবার ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে ৷ উপকরণও খুব বেশি লাগে না ৷ স্লাইস পাঁউরুটি, হলুদ ও সবুজ ক্যাপসিকাম, গাজর, গ্রেট করা চিজ, রসুন ৷ এই ক'টা জিনিস হেঁশেলে থাকলেই হবে ৷ তবে শুধু ব্রেকফাস্টে নয়, চাইলে সন্ধ্যের স্ন্যাক্সেও চলতে পারে এই চিজ টোস্ট ৷ উৎসব ছাড়া অন্যান্য দিনও বানিয়ে ফেলতে পারেন এই চটজলদি রেসিপি ৷ এতে আপনার সময়ও বাঁচবে আর মুখরোচক খাবারে মনও ভরবে ৷