Holi Celebration 2023: দোলের সকালে প্রভাতফেরি আর নৃত্যগীতের বসন্ত উৎসবে মাতল শহরবাসী - Basanta Utsav
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17927455-thumbnail-4x3-kol.jpg)
বসন্ত উৎসব (Basanta Utsav 2023)। শব্দটির সঙ্গে বাঙালি জীবনের শুধু অমোঘ প্রকৃতি নয়, কোথাও না-কোথাও মিশে আছেন রবীন্দ্রনাথ। আর তাই প্রভাতফেরি হোক বা বসন্ত উৎসব সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান সবেতেই জড়িয়ে থাকেন তিনি। ফেসবুক ইনস্টাগ্রামের যুগে তিনি যেমন হারিয়ে যাননি তেমনি হারিয়ে যায়নি প্রভাতফেরি। আজও দোলের সকালে বিভিন্ন পাড়া থেকে বেরোয় প্রভাতফেরি ৷ নির্দিষ্ট জায়গায় ফিরে শুরু হয় নাচ, গান আর রং খেলা। ইটিভি ভারত খুঁজে নিল তেমনই এক জায়গাকে। যেখানে সকাল থেকেই প্রভাতফেরি আর বসন্ত উৎসবে মেতে উঠেছেন এলাকাবাসী। আজকের সকালে প্রভাতফেরি থেকে রবীন্দ্রসংগীতের মূর্ছনায় বসন্ত উৎসবে মাতছে রাজ্যবাসী ৷ গীতাঞ্জলি পরিবারের এক টুকরো শান্তিনিকেতন যেন জায়গায় জায়গায় ফুটে উঠছে ৷ আজ সকলের গালে রং-এর ফোয়ারা ৷