Holi Celebration 2023: 'বিকল্প বসন্তোৎসবে' সোনাঝুরিতে মানুষের ঢল, চলছে জমিয়ে আবির খেলা - সোনাঝুরিতে আবির খেলায় মানুষের ঢল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 7, 2023, 3:51 PM IST

দোলপূর্ণিমায় (Dol Utsav 2023) বসন্তোৎসব বন্ধ করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাই বিকল্প পৌষমেলার মতো বোলপুর-শান্তিনিকেতনে আগত মানুষজন সোনাঝুরিতে 'বিকল্প বসন্তোৎসব'-এ (Basanta Utsav 2023) মাতলেন ৷ মঙ্গলবার সকাল থেকে হাজার-হাজার মানুষের ঢল নামে শান্তিনিকেতনের সোনাঝুরিতে ৷ বিশ্বভারতী যেহেতু বসন্তোৎসব করছে না, তার জন্য সোনাঝুরি খোয়াইহাট কমিটি ও তৃণমূল 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে (Holi Celebration 2023) ৷ আর তাতেই হাজার হাজার মানুষ মাতলেন আবির খেলায়। ভিড় সামাল দিতে কার্যত হিমশিম খেতে হল পুলিশ প্রশাসনকে। এদিন সোনাঝুরিতে আবির খেলায় অংশ নিয়েছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। এদিনের এই সোনাঝুরির হাটে মানুষের ঢলে কার্যত স্তব্ধ শান্তিনিকেতন।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.