75 Years of Independence 75 ফুট উচ্চতায় পতাকা উত্তোলন পূর্ত মন্ত্রীর - Hoisting of the flag at a height of 75 feet on 75 Years of Independence
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16111210-636-16111210-1660578982559.jpg)
স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষ্যে হাওড়ায় পঁচাত্তর ফুট উচ্চতায় পতাকা উত্তোলন করলেন পূর্ত মন্ত্রী পুলক রায় (Hoisting of the flag at a height of 75 feet) ৷ সোমবার আমতার বাকশীতে জেলার সর্ববৃহৎ পতাকা উত্তোলন করলেন ৷ এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো । এই অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী পুলক রায় ও বিধায়ক সুকান্ত পাল-সহ অন্যান্য ব্যক্তিরা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল ও আরও অনেকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
75 Years of Independence