Panchayat Elections 2023: রাজভবনের ‘শান্তি কক্ষে’ পাঁচশোরও বেশি অভিযোগ, সবার উপরে দক্ষিণ 24 পরগনা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 20, 2023, 8:30 PM IST

চার দিনে পাঁচশোরও বেশি অভিযোগ জমা পড়ল রাজভবনের ‘শান্তি কক্ষে’ ৷ তার মধ্যে সব থেকে বেশি অভিযোগ এসেছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ব্লক থেকে ৷ এমনটাই জানা গিয়েছে রাজভবন সূত্রে ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোস মনোনয়ন ঘিরে অশান্তির পর ভাঙড় ও ক্যানিংয়ে পরিদর্শনে যান ৷ ফিরে এসে তিনি ঘোষণা করেন, রাজভবন থেকে ‘শান্তি কক্ষ’ নামে একটি হেল্পলাইন পরিষেবা চালু করবেন ৷ সেখানে প্রতিটি গ্রাম পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদে আক্রান্তরা নিজেদের অভিযোগ জানাতে পারবেন ৷ সেই অভিযোগগুলি সরাসরি রাজ্য সরকার ও নির্বাচন কমিশনে পাঠানো হবে ব্যবস্থা নেওয়ার জন্য ৷

সেই হেল্পলাইন পরিষেবা শ'য়ে শ'য়ে অভিযোগ জমা পড়ছে প্রাক পঞ্চায়েত নির্বাচনী অশান্তিকে কেন্দ্র করে ৷ সেই তালিকায় দক্ষিণ 24 পরগনার পর রয়েছে উত্তর 24 পরগনা, বীরভূম ও বাঁকুড়া ৷ উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর দিনাজপুর থেকেও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে ৷ যার অধিকাংশ অভিযোগই তৃণমূলের বিরুদ্ধে বলে জানা গিয়েছে ৷ এমনটাই দাবি করেছেন রাজভবনের ‘পিস রুম’ বা শান্তি কক্ষের কর্মীরা ৷ এই ‘পিস রুম’-এর দায়িত্বে থাকা রাজ্যপালের ওএসডি সন্দীপ রাজপুত জানিয়েছেন, এখনও পর্যন্ত পাঁচশোরও বেশি অভিযোগ এসেছে ৷ সমস্ত অভিযোগ নথিভুক্ত করে নবান্ন ও রাজ্য নির্বাচন কমিশনারকে পাঠানো হচ্ছে ৷ তারপর অভিযোগ খতিয়ে দেখে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দাবি করেছেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.