Kalbaisakhi in Bengal: রাজ্যজুড়ে কালবৈশাখীর তাণ্ডব, মৃত 2 - রাজ্যজুড়ে কালবৈশাখীর তাণ্ডব
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18512126-thumbnail-16x9-jhor.jpg)
রাজ্যজুড়ে কালবৈশাখীর প্রবল তাণ্ডবে প্রাণ হারালেন 2 জন ৷ আহত বেশ কয়েকজন ৷ জানা গিয়েছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে দু'টি পৃথক জায়গায় গাছ পড়ে মৃত্যু হয়েছে দু'জনের। ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্কে বেড়াতে গিয়েছিলেন প্রেমিক যুগল ৷ সেখানে আচমকা ঝড়ে একটি বিশাল বড় গাছ ভেঙে পড়ে তাঁদের ওপরে ৷ উদ্ধারকারী দল যুগলকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত যুবকের নাম কৌশিক ঢালি (20)। বাড়ি নদিয়ায়। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় বিএন বসু হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি ৷ অন্যদিকে, মোহনপুরের থানার অন্তর্গত জাফরপুর চালবাজার এলাকায় বাড়িতে নারকেল গাছ পড়ে মৃত্যু হয়েছে 40 বছরের সরস্বতী বিশ্বাস নামে এক মহিলার। তাঁকেও বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, সোমবার প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে কার্যত লন্ডভন্ড অবস্থা জেলার বিভিন্ন প্রান্তে ৷ ঝড় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ পূর্বাভাসকে সত্যি করে এদিন বিকেলে গোধূলি আলো হঠাৎই নিকোষ কালো অন্ধকারের রূপ নেয় ৷ ঝড়ের তাণ্ডবে একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি ৷ প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমচাষীরা ৷ পাশাপাশি, বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবাও ৷ বিভিন্ন জায়গায় লাইনে গাছ ভেঙে পড়ায় সাময়িক আটকে পড়ে লোকাল ট্রেন ৷ অফিস ফেরত যাত্রীরা পড়েন বিপাকে ৷