SSC Recruitment Scam: কুন্তল মিথ্যেবাদী, ফের ইডি দফতরে এসে জানালেন তাপস-ঘনিষ্ঠ গোপাল দলপতি - গোপাল দলপতি
🎬 Watch Now: Feature Video
কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের পর এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে নাম জড়িয়েছে তাঁর ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে গত 31 জানুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন গোপাল দলপতি ৷ যিনি আবার তাপস মণ্ডলের ঘনিষ্ঠ বলেই খবর ৷ ওইদিনই গোপাল দলপতির কাছে কুন্তল ঘোষের সঙ্গে তাঁর লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি এবং সম্পত্তির পরিমাণ জানতে চেয়েছিলেন ইডি আধিকারিকরা ৷ এদিন সেইসব নথি ইডি'র হাতে তুলে দিতেই ইডি দফতরে এসেছিলেন বলে জানান গোপাল দলপতি (Gopal Dalapati came to ED office once again) ৷
এসএসসি দুর্নীতিতে কুন্তল ঘোষের সঙ্গে গোপাল দলপতির লেনদেনের নথিই আপাতত ইডি'র নজরে ৷ পুনরায় তাঁর কাছে বেশ কিছু নথি চাওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ এদিন সন্ধে ছ'টা নাগাদ ইডি দফতরে আসেন গোপাল দলপতি। রাত আটটা পঁচিশ নাগাদ তিনি ইডি দফতর থেকে বেরিয়ে যান। বেরোনোর সময় গোপাল দলপতি সংবাদমাধ্যমকে বলেন, "আমার যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল, সেগুলো পৌঁছে দিলাম। বলল পরে ডাকব।"
তবে জেরায় কুন্তল ঘোষ যে তাঁকে টাকা দেওয়ার কথা বলেছিল, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন গোপাল দলপতি ৷ কুন্তল বলেছেন আপনি মূল ষড়যন্ত্রকারী ৷ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তাপস-ঘনিষ্ঠ জানান, উনি বলেছেন উনি প্রমাণ করুক ৷ পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে তাঁর কোনও যোগাযোগ ছিল না, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন গোপাল দলপতি ৷ উল্লেখ্য, গত 31 জানুয়ারি তাপস মণ্ডলের সঙ্গে গোপাল দলপতিকে প্রায় 12 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷