Gold Biscuits Recovered: ফের বিএসএফের সাফল্য, পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার সোনার বিস্কুট
🎬 Watch Now: Feature Video
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে হিলি-বালুরঘাট রুটের রাস্তায় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দশটি সোনার বিস্কুট উদ্ধার (Gold Biscuits Recovered) করল বিএসএফ (BSF)। উদ্ধার করা সোনার বিস্কুটের আনুমানিক মূল্য প্রায় 66 লক্ষ টাকা (Gold Biscuits Worth 66 Lakh)। ঘটনায় বিমান মণ্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বনোরা গ্রামে । শুক্রবার উদ্ধারকৃত সোনার বিস্কুট-সহ (Gold Biscuits) ধৃত ব্যক্তিকে বালুরঘাটে শুল্ক দফতরের (Customs Department) হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তারা গোপনে খবর পেয়ে রায়গঞ্জ সেক্টরের বিএসএফ আধিকারিকদের সঙ্গে হিলির 137 ব্যাটেলিয়ান ও বিএসএফ যৌথভাবে একটি মোটরবাইকে তল্লাশি চালিয়ে দশটি সোনার বিস্কুট (Gold Smuggling) উদ্ধার করে। বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে ওই সোনার বিস্কুট হিলিতে আসার পর সেখান থেকে বাসে বালুরঘাট আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।