Kali Puja 2022: সিত্রাংয়ের আগে 'কেদারনাথ' দর্শন বারাসতবাসীর - বারাসতের কালীপুজো
🎬 Watch Now: Feature Video
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তর 24 পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ক'দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ এই প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার আগেই রবিবার বারাসতের কালীপুজো মণ্ডপগুলিতে নামল দর্শনার্থীদের ঢল (gathering in kali puja pandals at Barasat) । সেই ভিড় সামাল দিতে কোথাও কোথাও পুলিশ-প্রশাসনকে হিমশিমও খেতে হয়েছে ৷ দর্শনার্থীরা জানিয়েছেন, দুর্যোগের আশঙ্কায় তাঁরা আগেভাগেই সমস্ত মণ্ডপ দর্শন সেরে ফেলতে চান (Kali Puja) ৷ ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবপল্লী সার্বজনীন শ্যামো পুজো কমিটির কর্মকর্তা দেবাশীষ বন্দ্যোপাধ্যায় । এবার তাদের থিম কেদারনাথ ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST