SSC Office : গাছের প্রাণ বাঁচাতে এসএসসি ভবনে প্রবেশের ‘অনুমতি’ পেলেন মালি - গাছের প্রাণ বাঁচাতে এসএসসি ভবনে প্রবেশের অনুমতি পেলেন মালি
🎬 Watch Now: Feature Video
তখনও হাইকোর্টের নির্দেশ আসেনি ৷ ফলে বিধাননগরে এসএসসি-র ভবন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মোড়া ৷ আদালতের নির্দেশ কেউই ভিতরে প্রবেশ করতে পারবেন না ৷ ছাড় ছিল শুধু তদন্তকারীদের জন্য ৷ কিন্তু পরিবেশের কথা চিন্তা করে আচার্য ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা শুক্রবার শুধু মালিকেই ভিতরে প্রবেশের অনুমতি দেন (Gardener got permission to enter SSC Office Premises to save plants) ৷ ভবন চত্বরে থাকা গাছগুলির পরিচর্যার প্রয়োজন ছিল ৷ না হলে সেগুলি নষ্ট হয়ে যেত ৷ সেই কারণেই এই অনুমতি বলে জানা গিয়েছে ৷ তবে এই নিয়ে কেউ কিছু বলতে চাননি ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
SSC Office