Varanasi Ganga Aarti: প্রবল বৃষ্টিতেও কাশীর দশাশ্বমেধ ঘাটে চলছে গঙ্গারতি, দেখুন ভিডিয়ো - গঙ্গারতির ভিডিয়ো
🎬 Watch Now: Feature Video
এ যেন এক আশ্চর্য ঘটনা! চোখে দেখলে বিশ্বাস করা কঠিন। এমনই আশ্চর্য ঘটনার সাক্ষী রইল বারাণসী। বারাণসীর ঘাটে প্রতিদিনের মতোই শুক্রবারও রীতি মেনে গঙ্গারতি শুরু হয় ৷ কিন্তু আরতির মাঝেই নামে বারিধারা ৷ ওই ভারী বৃষ্টির মধ্যেও গঙ্গা আরতি ছিল অব্যাহত ৷ বৃষ্টির জলে এতটুকু নিভছে না জলন্ত প্রদীপের শিখা ৷ বৃষ্টির জলে আরতির প্রদীপের শিখা যেন ঘাটের সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ ৷ তবে এই প্রথম নয়, আগেও বহুবার ঘটেছে এমন ঘটনা ৷ বৃষ্টির কারণে কখনও থেমে থাকেনি কাশী বিশ্বনাথের গঙ্গারতি ৷
বারাণসীর মণিকর্ণিকা ঘাট এবং হরিশচন্দ্র ঘাটের গঙ্গারতিতে বৃষ্টির প্রভাব পড়ে না ৷ বিশিষ্ট থেকে সাধারণ মানুষ, কাশীর দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখতে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থী আসেন ৷ শুক্রবার সন্ধ্যায় দুর্যোগের ঘনঘটায় শুরু হয় আরতি ৷ সঙ্গে চলে ঝোড়ো হাওয়া ৷ যদিও দর্শনার্থীরা কেউই বৃষ্টির কারণে আরতি ছেড়ে চলে যাননি ৷ সকলেই এই ঘটনাকে 'আশ্চর্য' বলে অভিহিত করেন ৷ ক্যামেরাবন্দি হয় বৃষ্টির মধ্যে চলা গঙ্গারতির ভিডিয়ো ৷ প্রথমে ধুনি আরতি, তারপর তুলোর আলোর আরতি এবং তারপর কর্পূর আরতি-সহ মা গঙ্গার আনুষ্ঠানিক পুজো সম্পন্ন হয় রীতি মেনেই ৷