Fruits Price Hike: রমজান মাসে ফলের দাম বৃদ্ধি - fruits price hike in kolkata
🎬 Watch Now: Feature Video
প্রতি বছরের মত চলতি বছরেও রমজান মাসেও ফলের দাম বৃদ্ধি পেল । কেজি প্রতি 10-20 টাকা বৃদ্ধি পেয়েছে সমস্ত ফলের দাম ৷ প্রতি বছরই রমজান মাস এলেই ফলের দাম বৃদ্ধি পায় ৷ চাহিদা বৃদ্ধি ফলের দাম বৃদ্ধির অন্যতম কারণ ৷ এই প্রসঙ্গেই ফল ব্যবসায়ীরা মনে করেন রমজান মাসে সাধরণত ফলের চাহিদা বেশি থাকে ৷ অথচ জোগান থাকে একই রকম ৷ কখনও কখনও একটু হয়ত বৃদ্ধি পায় জোগান ৷ ফলের চাহিদা বৃদ্ধি দাম বৃদ্ধির অন্যতম কারণ ৷ বিশেষত রমজান মাসে তরমুজ, পেঁপে, কলা, আনারসের দাম দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে । তবে কলকাতার সমস্ত জায়গায় ফলের দাম একই হারের বৃদ্ধি পায়নি ।
বড়বাজারের মেছুয়া ফল পট্টি, শিয়ালদা স্টেশন, নিউমার্কেট এলাকায় ফলের দাম খুব বৃদ্ধি পায়নি । কিন্তু রাজাবাজার, পার্ক-সার্কাস, গার্ডেনরিচ এলাকার বাজার গুলিতে ফলের বৃদ্ধি পেয়েছে । ব্যবসায়ীদের একাংশের দাবি, প্রতি বছর রমজান মাসে ফলের দাম বৃদ্ধি পেয়ে থাকে । তাঁদের বক্তব্য, "রমজান মাসে চাহিদা বৃদ্ধির যুক্তিতে প্রতি বছরই কমবেশি ফলের দাম বৃদ্ধি পাচ্ছে । এটা উচিত নয় ৷ এ বিষয়ে সরকারি নজরদারির প্রয়োজন ।" ব্যবসায়ীদের কারও কারও আবার বক্তব্য, পরিকল্পনামাফিক রমজান মাসে ফলের দাম বৃদ্ধি করা হয় । শুধুমাত্র রমজান মাসেই কিছু মানুষ ফলের ব্যবসায় যুক্ত হন । তাদের অধিক মুনাফা লাভের খেলায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ ৷