Bankura Road Accident : রায়বাঘিনী মোড়ে গরুবোঝাই গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ, মৃত 4 - Bankura Road Accident
🎬 Watch Now: Feature Video
আজ বাঁকুড়ার রায়বাঘিনী মোড়ে বালিবোঝাই ডাম্পারের সঙ্গে গরুবোঝাই গাড়ির সংঘর্ষ হয় ৷ গরুর গাড়িটি যান্ত্রিক গোলযোগের কারণে রায়বাঘিনী মোড় সংলগ্ন রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ৷ সেটি মেরামত করার সময় বিষ্ণুপুর থেকে আসা একটি বালিবোঝাই ডাম্পার তাতে সজোরে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই মারা যান চার ব্যক্তি এবং 13 টি গরু (Four died as dumper collides with truck in Bankura)। এছাড়া বালিবোঝাই ট্রাকটি রাস্তার ধারে থাকা একটি বাড়িতে ধাক্কা মারে ৷ বাড়ির বাসিন্দা কপাল জোরে বেঁচে যান ৷ ঘটনাস্থলে পৌঁছয় কোতুলপুর থানার পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST