Crocodile Found in Locality: লোকালয়ে কুমির ! নামখানার পুকুর থেকে উদ্ধার সরীসৃপ বনদফতরের জালে - লোকালয়ে কুমির
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-08-2023/640-480-19336287-thumbnail-16x9-namcroco.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Aug 23, 2023, 3:38 PM IST
সাতসকালে গ্রামের একটি পুকুরে কুমির দেখতে পায় এলাকাবাসী ৷ আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানায় ৷ এরপরই খবর যায় কাকদ্বীপ থানা এবং বকখালি বনদফতরের কাছে ৷ মানুষের চিৎকারে এক পুকুর থেকে অন্য পুকুরে লাফ দিয়ে পালায় কুমিরটি ৷
ফটিকপুর শাসমল পাড়ায় কুমিরটিকে ধরতে প্রথমে পুকুরের জল বের করে দেওয়া হয় ৷ বন দফতরের আধিকারিকরা পুকুরটি জাল দিয়ে ঘিরে ফেলেন ৷ এরপর বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় কুমিরটিকে পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হয় বনদফতর ৷ বনদফতর সূত্রের খবর, কুমিরটি লম্বায় প্রায় 3 ফুটের কাছাকাছি ৷ উদ্ধারের পর কুমিরটিকে পাথরপ্রতিমা ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে এই কুমিরটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে ৷ এক স্থানীয় গ্রামবাসী জানান, সাতসকালে গৌড় শাসমলের পুকুরে একটি কুমির দেখতে পাওয়া যায় ৷ তড়িঘড়ি বনদফতরকে খবর দেওয়া হয় ৷ বনদফতরের আধিকারিক এসে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় কুমিরটিকে উদ্ধার করে ৷ পাথরপ্রতিমা ভগবতপুর কুমির প্রকল্প খুব কাছেই রয়েছে ৷ সেখান থেকে কোনওভাবে এই কুমিরটি লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছে ৷