thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 12:19 PM IST

ETV Bharat / Videos

Forest Awareness Programme: বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতায় কাঁকসায় ‘ঐরাবত’-এ খুদে পড়ুয়াদের জঙ্গল ভ্রমণ

কোথাও অজ্ঞানতা, কোথাও ভয়, অসচেতনতা ও চোরাশিকারের ফলে দিকে দিকে হত্যা হচ্ছে বন্যপ্রাণীর । বিলুপ্তির পথে এগোচ্ছে একাধিক প্রজাতির পশু, পাখি । নিধন হচ্ছে বড় বড় বৃক্ষ । এবার পশ্চিম বর্ধমানের জঙ্গলমহলে এলাকায় এলাকায় সচেতনতাই নামবে স্কুল পড়ুয়ারা । তার আগে পড়ুয়াদের মধ্যে বন্যপ্রাণ নিয়ে সচেতনতা গড়ার লক্ষ্যে জঙ্গলমহলের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ুয়াদের ঐরাবত নামক বনদফতরের গাড়িতে চাপিয়ে কাঁকসার দেউলে সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে যাওয়া হয় । তারপর মূকাভিনয় নাটকের মাধ্যমে বন্যপ্রাণী হত্যা করলে পরিবেশের কী কী ক্ষতি হতে পারে, বৃক্ষ নিধন হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় কীভাবে, সেই বিষয়গুলি তুলে ধরা হয় । তারপর গভীর জঙ্গলে হরিণ, ময়ূরের সামনে নিয়ে যাওয়া হয় । বন্যপ্রাণীদের উত্যক্ত করলে কী ক্ষতি হতে পারে, সেই বিষয়গুলিও তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে । হরিণ, ময়ূরকে সামনে দেখে খুদে পড়ুয়াদের মধ্যে আগ্রহ জন্ম নেয় । স্মার্ট ফোন আর শপিংমলের গোলক ধাঁধা থেকে বের করে নিয়ে এসে পড়ুয়াদের মধ্যে আলাদা ভাবধারা তৈরি করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বনদফতরের উদ্যোগে জঙ্গলের ভেতর বন্য জীবজন্তুদের চাক্ষুষ করানো হচ্ছে । জঙ্গলের ভেতর ঐরাবতে চাপিয়ে ট্রেকিংও করানো হয় । দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, বন্যপ্রাণ নিয়ে পড়ুয়াদের মধ্যে ভাবনা জাগলে এলাকার মানুষদের সহজেই সচেতন করা যাবে এবং বন্যপ্রাণীদের সহজেই রক্ষা করা যাবে । সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্যোগ বনদফতরের ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.