বরফের চাদরে ঢাকল কেদারনাথ ধাম, মন্দির বন্ধের পর এই প্রথম তুষারপাত; দেখুন ভিডিয়ো - Snowfall in Kedarnath
🎬 Watch Now: Feature Video
Published : Nov 28, 2023, 10:34 PM IST
Snowfall in Kedarnath: 24 ঘণ্টার টানা তুষারপাতে শ্বেতশুভ্র, মোহময় কেদারনাথ ৷ আহা! সে কী দৃশ্য ৷ উত্তরাখণ্ডের কেদারনাথধাম, 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি ৷ কেদারনাথ মন্দিরকে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়, যা মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। গত 24 ঘণ্টা ধরে অবিরাম তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডের কেদারনাথে ৷ গতকাল রাত থেকে এখনও পর্যন্ত মন্দির চত্বর ঢেকেছে প্রায় 1 ফুট মতো বরফে ৷ তুষারপাতের পর পুরো কেদারনগরী সাদা। দেখুন বরফে ঢাকা সেই ভিডিয়ো...
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা কেদারনাথ মন্দিরের দরজা বন্ধের পর এটাই এ মরশুমের প্রথম তুষারপাত। দরজা বন্ধ হওয়ার কয়েকদিন আগে তুষারে আচ্ছন্ন হয়েছিল মন্দির চত্বর ৷ টানা স্নো-ফলের জেরে পুরু বরফের স্তর কেদারনাথে। সাদা তুষারে আবৃত কেদারনাথের আধ্যাত্মিক রূপ যত উজ্জ্বল, বরফের জেরে ততটাই নাজেহাল স্থানীয় বাসিন্দারা ৷ যার নির্যাস, প্রশাসনের তরফে বরফ সরানোর কাজ শুরু হয়েছে। তুষারপাতের জেরে কেদার উপত্যকায় ঠান্ডাও বেশ বেড়েছে। এই বছর 15 নভেম্বর কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। ধামে পৌঁছনো তীর্থযাত্রীরাও তুষারপাত উপভোগ করছেন। এছাড়া ধামে চলমান পুনর্গঠনের কাজও বন্ধ রয়েছে।