thumbnail

মরশুমের প্রথম তুষারপাত পাহাড়ে, সাদা চাদরে ঢাকল সান্দাকফু

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 10:13 PM IST

Updated : Dec 8, 2023, 9:41 AM IST

বরফের চাদরে ঢেকেছে পাহাড় । শেতশুভ্র আবরণে আরও খোলতাই হয়েছে তার রূপ । এথেনিয়ান ইনস্টিটিউটের বাংলার মাস্টার বৈকুন্ঠ মল্লিক থাকলে নির্ঘাত দু-চার লাইনে বর্ণনা করে ফেলতেন পাহাড়ের এই মনোমুগ্ধকর চেহারা । লিখে ফেলতেন, ''কঠিন-কঠোর পাহাড়ে সাদা চাদরের আবরণে কতটা কোমলতার ছোঁয়া লেগেছে ।'' তা উপভোগ করতেই এখন পাহাড়মুখী উচ্ছ্বসিত পর্যটকরা, কেউ আবার যোগাযোগ করছে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে । ফলে পাহাড়ে তুষারপাত হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও । বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে থাকা গাড়ি, সবকিছুই ঢেকে গিয়েছে বরফে ৷ ঠিক যেন কল্পনার দৃশ্য ৷ আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত পর্যটকরা ।

পূর্বাভাস মতোই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে পাহাড়ে । তারপরেই সাদা বরফের চাদরে মুখ ঢেকেছে উত্তরবঙ্গের গর্ব । লক্ষ্মীবারের বিকেলে সান্দাকফুতে মরশুমের প্রথম তুষারপাত হয়েছে । সঙ্গে সঙ্গেই জাঁকিয়ে শীত নেমেছে । সান্দাকফুর পাশাপাশি ঠান্ডার আমেজ লাচেন, লাচুং, ছাঙ্গুতেও । পাশাপাশি বিকেল থেকেই দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াংয়ের মতো একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি । পুরু বরফের চাদরে মুড়ে গিয়েছে পাহাড়। সেই মুহূর্তের ছবি দেখুন ইটিভি ভারতে ৷ 

Last Updated : Dec 8, 2023, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.